মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সীমান্তে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২৫, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ

আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : সোমবার (২৪ মার্চ) সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধীনস্থ পদ্মশাখরা, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১ বোতল ভারতীয় মদ’সহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ এবং সীমান্ত পিলার ২/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি ও মন্দিরের মোড় নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ০১ বোতল ভারতীয় মদ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪ এর ৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট নামক স্থান হতে ২১,০০০ টাকা মূল্যের ভারতীয় পলিব্যাগ আটক করে। তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।

এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বরমিতলা নামক স্থান হতে ৩৭,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৫,৮০,০০০/ (পাঁচ লক্ষ আশি হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পিবিজিএসআই স্কিম কর্মকান্ডের নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর ওরিয়েন্টেশন ওয়ার্কশপ’

ঝাউডাঙ্গার ৭ নং ওয়ার্ডের মহিলা জামায়াতের কর্মী সম্মেলন

শ্যামনগরে শিশু শ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও করনীয় শীর্ষক যৌথ সভা

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধারদের কম্বল বিতরণ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা

শ্যামনগরে পাম্পে তেল কম দেওয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

সুন্দরবনে জালে একসঙ্গে ধরা পড়ল লাখ টাকার মেদ মাছ

দেবহাটা উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের বিকাশে দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য আড্ডা