শহর প্রতিনিধি : ঈদের আনন্দ সবার জন্য হতে পারে, তবে অনেক শিশু সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। সেই বঞ্চনা কাটাতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা আয়োজন করেছিল “রাঙা হাতে ঈদ আনন্দ”। শনিবার (২৯ মার্চ) সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে মেহেদি দেওয়া হয়, এবং অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্যে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করে একটি রঙিন ও আনন্দময় দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল।
তিনি বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার মাঝে ছড়িয়ে যায়। আমরা চাই, প্রত্যেকটি শিশুর মুখে ঈদের হাসি ফুটুক। আমাদের এই উদ্যোগের মাধ্যমে কিছু ক্ষণের জন্য হলেও সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারছে, এবং সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরার সহ সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্রেজারার নাইমুর রহমান চৌধুরী, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুনসহ সকল পযার্য়ের সদস্য উপস্থিত ছিলেন। তারা সবাই একযোগে কাজ করে ঈদের আনন্দটি সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।