আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার ফকরাবাদ আদর্শ গ্রামে জোর পূর্বক জমি দখল ও জীবন নাশের হুমকীর প্রতিকার প্রার্থণা করেছেন ভুক্তভোগিরা। মৃত দাউদ গাজীর ছেলে হাবিবুর গাজীর লিখিত অভিযোগে জানাগেছে, স্থানীয় ছালাম গাজী, ছাইদ গাজী, শাহাদাৎ গাজী, আমান গাজী, মনজুর গাজী, লিয়াকত গাজী ফ্যাসিস্ট সরকারের এমপির আস্থা ভাজন ডালিম চেয়ারম্যানের সহযোগিতায় এলাকায় অন্যের জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজী, ছিনতাই, মারামারি হানাহানির সাথে জড়িত ছিল।
লিখিত অভিযোগে জানাগেছে, ২০০৩ সালে ফকরাবাদের দাউদের ফসলী জমি দখল করেছিল, যা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। ২০১০ সালে জল দস্যুতা ও গাছ কাটার অপরাধে আমানের ৬ মাসের জেল হয়। ২০১২ সালে বুড়িয়ায় সংখ্যালঘুদের ৩ বিঘা জমি জবর দখল করা হয়। ২০২১ সালে আদর্শ গ্রামের জমি জবর দখল করে যা এখনো উর্দ্ধার হয়নি। ৫ আগস্টের পরেও তারা থেমে থাকেনি। পাউবোর নদী খনন এলাকায় তেতুলিয়া ব্রীজ সংলগ্ন জমি দখল করেছে। তাদের বিরুদ্ধে থানায় জিডি ও অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা বর্তমানে রূপ পরিবর্তন করে কিছু বিএনপি নেতার আশীর্বাদ ধন্য হয়ে অপরাধে সক্রীয় হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কঠোর নিষেধাজ্ঞা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল মুক্ত করলেও আগস্টের পরে এসে তারা আবারও জোর দখল করেছে অভিযোগ করে ভুক্তভোগিরা জানান, তাদের অন্যায় কাজে বাধা দিতে গেলে জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে। নতুন নতুন জবর দখলে তারা বখাটে ছেলেদের অর্থের বিনিময়ে পাশে নিয়ে এগিয়ে চলেছে। এব্যাপারে তারা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।