নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন ইনসেপ্টা ফার্মাসিক্যালের এরিয়া ম্যানেজার তৌহিদ মোর্তুজা আল মামুন। গতকাল দুপুরে টাকার প্রকৃত মালিক মিজানুরের হাতে টাকাগুলো তুলে দেন। জানা যায়, গত ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ অফিসিয়াল কাজ শেষে বাড়ি ফিরেছিলেন আল মামুন।
ফেরার পথে সাতক্ষীরা শহরের চৌধুরী পাড়ার রাস্তায় হাজার টাকা কুড়িয়ে পান। এদিকে সদর উপজেলার শাল্যে এলাকার মিজানুর রহমান মোটরসাইকেলের দোকানে কিস্তি দিতে যাওয়ার পথে হারিয়ে ফেলেন। হারিয়ে যাওয়া টাকা রাস্তায় খুঁজে না পেয়ে আশা ছেড়ে দেন। এদিকে ইনসেপ্টা ফার্মাসিক্যালের জেলা ম্যানেজার মামুন শহরে মাইকিং করেন এবং পরে সেটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন। অনেক চেষ্টার কমাস পর তিনি মিজানকে খুঁজে পান।
মিজানুর রহমান বলেন, আমি বাড়ি থেকে মোটরসাইকেলের কিস্তিুর টাকা পরিশোধ করতে শহরে যাচ্ছিলাম পথে কখন যে পড়ে যায় বুঝতে পারিনি। অনেক খোঁজাখুজির পর যখন টাকা পাইনি, তখন ফেরত পাব এমন আশা আমি ছেড়েই দিয়েছিলাম। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছেন। মামুন ভাই সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইনসেপ্টা ফার্মাসিক্যালের এরিয়া ম্যানেজার তৌহিদ মোর্তুজা আল মামুন বলেন, রাস্তায় টাকাগুলো পেয়ে ফেরত দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে ভালো লাগছে।
সাংবাদিক রবিউল ইসলাম বলেন, সমাজে এখন অনেক মানুষ ভালো মানুষ আছে। মামুন ভাই টাকা পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছেন টাকা ফেরত দিতে অনেক কষ্ট করেছেন। অবশেষে টাকা ফেরত দিতে পেরেছেন, এজন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজে এখনও অনেক ভালো মানুষ আছে। সততার উৎকৃষ্ট উদাহরণ মামুন ভাই। সমাজে ভালো মানুষের খুবই অভাব। মামুন ভাইকে দেখে আরো মানুষ উদ্বুদ্ধ হোক এটাই আমাদের চাওয়া।