কলারোয়া ব্যুরো : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান পেলেন সাতক্ষীরা কারাগারে মৃত্যুবরণকারী শহীদ দুই যুবদল নেতার পরিবারের সদস্যরা।
তারেক রহমানের এ ঈদ উপহার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবদলের তত্ত্বাবধানে শনিবার (২৯ মার্চ) বিকেল ৩ টায় কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদ মাহফুজুর রহমান সাবু এবং পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদ জাবিদ রাযহান লাকির পরিবারের সদস্যদের কাছে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান পৌঁছে দেন। শহীদ মাহফুজুর রহমান সাবুর পৌরসভাধীন ঝিকরা ও শহীদ জাবিদ রায়হান লাকির পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের বাড়িতে যেয়ে যুবদল নেতৃবৃন্দ এ ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান পৌঁছে দেন। শহীদ দুই যুবদল নেতার সহধর্মিণী ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ করেন।
ঈদ সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সিনিয়র সমন্বয়ক ফরিদ উদ্দিন, সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ, জেলা যুবদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টুটুল ও আলমগীর কবির, কলারোয়া পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, কাজী সিরাজ, সাতক্ষীরা পৌর যুবদলের তরিকুল ইসলাম, মোঃ মোস্তফা, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সৈকত, আকাশ প্রমুখ।
প্রসঙ্গত, ফ্যাসিস্ট শেখ হাসিনা গাড়িবহর হামলার সাজানো মামলায় সাতক্ষীরা কারাগারে কারাবন্দী অবস্থায় অবহেলা ও বিনা চিকিৎসায় মারা যান যুবদল নেতা মাহফুজুর রহমান সাবু ও জাবিদ রায়হান লাকি। এ মামলায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজাসহ বিএনপির ৫০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।