এমএ মাজেদ : সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৯ মার্চ ২৮ রমজান শনিবার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিতে ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন যুবদল, ইউনিয়ন তাঁতিদল, ইউনিয়ন শ্রমিক দল, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ শত:স্ফুর্তভাবে অংশগ্রহণ গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন। ইফতার পার্টিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ও ইউপি সদস্য লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মো. ফারুক হোসেন মিঠু, তাঁতিদলের সাবেক সভাপতি শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ বাবলু, তাঁতিদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন বিএনপি ইফতার পার্টির সার্বিক ব্যবস্থাপনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তকদির আহসান রুবেল।