কালিগঞ্জ প্রতিনিধি : নলতা ইউনিয়নের সমাজ কল্যাণ পরিষদের নলতা শাখার উদ্যোগে নলতা পার্শ্ববর্তী এস্থানে আল হেরা প্রি- ক্যাডেট এন্ড মডেল মাদ্রাসা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টার সময় নলতা ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ডাক্তার আজিজুল ইসলাম, অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, আরও বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়নের আমির মাস্টার আকবর হোসেন,অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ মাহফিলটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ২সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানটির সমাপ্তি করেন।