নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ সামাদুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ ইশরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ঈদ আনন্দ সবার মধ্যে ভাগ করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ। উপহারসামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।