শহর প্রতিনিধি : সাতক্ষীরায় আমজনতা সংলাপ ও সাংস্কৃতি অনুষ্ঠান সাতক্ষীরা চ্যাপ্টার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপ সচিব এস এম রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক নূর মোহাম্মদ পাড় এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমানসহ সাতক্ষীরায় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।