নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক, যুববান্ধব ও গণতান্ত্রিক এই স্বপ্ন নিয়েই আমরা জনগণের দুয়ারে যাচ্ছি।
শনিবার (৫ এপ্রিল) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর, মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। স্থানীয় বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, সে বার্তা তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। তারেক রহমান যে মানবিক ও আধুনিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা দিয়েছেন, তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুরশীদ আলী, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আঃ সালাম ও আমজাদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম। দিনের কার্যক্রম শেষে আমিনুর রহমান আমিন সৌজন্য সাক্ষাৎ করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিমের সঙ্গে।