শহর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার উপজেলা আমীর মাওলনা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনা বিকার ৩টায় সদর উপজেলা জামায়াত অফিসের হল রুমে ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ইদ্রীস আলম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মোশলেম আলী, মাও: শহিদুল ইসলাম, শহীদ হাসান, ডা. শফিকুল ইসলাম ও মাওলানা গোলাম রসুল প্রমুখ। উক্ত মিলন মেলায় পেশাজীবী, চাকরিজীবী, শিক্ষক, সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।