কুলিয়া প্রতিনিধি : সদর উপজেলার আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুল কাদের।বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সাহেবকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে বিদায়ী পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায় ছাত্র জীবনে মাদ্রাসা ছেড়ে কলেজে পর্দাপর্ণের প্রস্তুতি স্বরুপ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন, ফজলুর রহমান, ডা: মোস্তাফিজুর রহমান ও ফরিদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার আঃ মান্নান, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা অবাইদুর, মাওলানা শরিফুল, মাওলানা সামছুজ্জামান, মাওলানা মফিজুল ইসলাম, মারুফ বিল্লাল, আলী আজম, আবুল খায়ের, তৌহিদুল হক তৌহিদ (সাংবাদিক), শামিমা পারভীন, আসমা খাতুন, আফিফা খাতুন, আকলিমা খাতুন সহ মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা।