আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে দোকান ঘর ও বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে প্রতিকার প্রার্থনা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর ইউনিয়নের ঠাকুরাবাদ টু বলাবাড়িয়া হাই স্কুল সড়কে ভাংচুরকৃত গোবিন্দ সরকারের দোকানের সামনে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জগদীশ চন্দ্র সরকার, দয়াল সরকার, গোবিন্দ সরকার, তেজেন্দ্র মন্ডল, মমতা সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ৪ এপ্রিল তারা গোবিন্দর চা- মুদির দোকানে ও আশপাশে ছিলেন। এসময় লাঠিশোটা ও ইটপাটকেল নিয়ে প্রদীপ মন্ডল, পরিমল সানা, দীলিপ মন্ডল, প্রদীপ সরকারসহ ১০/১৫ জন দুস্কৃতকারী কয়েকজনকে আক্রমন ও তাড়া করে নিয়ে আসছিল। তাদের মধ্যে একজন গুরুতরসহ অন্যদের আমরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করি। পরবর্তীতে আক্রমনকারীরা আমাদের উপর ও দোকানে হামলা চালায়, ভাংচুর করে, লুটপাট চালায়। খুন জখমের হুমকী দেয়। গোবিন্দ সরকার জানান, ইতিপূর্বে তার মাঠের দোকান থেকে তাড়িয়ে দিলে আমি এখানে দোকান করেছি।
তারা এদিন আমার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে, দোকানে থাকা নগদ ৮ হাজার টাকা, সমিতির ঋণের ৩০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকার মালামাল লুটকরে নিয়ে যায়। আমার বৃদ্ধা মা অনুনয় করলে ধমক দিয়ে বলে জগদীশ, দয়াল গোবিন্দ, নিশিকে পেলে খুন করা হবে। দয়াল সরকার ও তার স্ত্রী জানান, তারা আমাদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। প্রাণ ভয়ে দয়াল পালাতে পারলেও তারা নগদ ১২ হাজার টাকা ও ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।
এব্যাপারে তেজেন্দ্র বাদী হয়ে থানায় ১৮৯/২৫ নং জিডি, জগদীশ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮৬/২৫ নং জিডি এবং দয়াল বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। আক্রমনকারীদের ভয়ে গোটা পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। জিডি ও মামলা করায় বিবাদীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবী জানান হয়েছে।