নিজস্ব প্রতিনিধি : নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহযোগিতা ও আয়োজনে সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ৩১ মার্চ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট প্রাথমিক বিদ্যালয়ের পাশে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ওয়াবদার বেড়িবাঁধ ভেঙ্গে ২৪ টি গ্রামের মধ্যে ১১ টি গ্রামে লবণ পানি প্রবেশ করে প্লাবিত হয়। ইতিমধ্যে বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। লোকালয়ে লবণ পানি প্রবেশ এর ফলে বসতবাড়ি, রাস্তা-ঘাট, মাছের ঘের, গবাদিপ্রাণি ও ফসলী জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লবণ পানি প্রবেশ এর ফলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যার প্রেক্ষিতে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহযোগিতা ও আয়োজনে ক্ষতিগ্রস্ত গ্রামের ৫টি পয়েন্টে দৈনিক ১০ হাজার লিটার সুপেয় পানি বিতরণ কার্যক্রম গতকাল থেকে শুরু করা হয়। এই সুপেয় পানি বিতরণ কয়েক দিন চলমান রাখা হবে বলে এনজি এফ কতৃপক্ষ নিশ্চিত করেন।