পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ১১ এপ্রিল (শুক্রবার) তালা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ইমারত নির্মাণ শ্রমিকের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সরুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ রাশেদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজ, তালা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সামরুল ইসলাম মিলন, মোহাম্মদ রাকিব, ডাক্তার মামুন, শ্রমিক দলের আহবায়ক বিল্লাল হোসেন, তাঁতি দলের আবহাওয়া মোস্তফা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইমারত নির্মাণ শ্রমিকের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাস। আলোচনা সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক মোহাম্মদ কাওছার উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির আলী, মোঃ মধু, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আনিস উদ্দিন, উত্তম পাল, রবিউল ইসলাম, মোহাম্মদ শামীম ও মোঃ আসাদুল ইসলাম। সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মাসুম, মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ আতা, মোহাম্মদ আমিনুর সরদার, মোহাম্মদ রাসেল, মোঃ ফারুক হোসেন, মোঃ মোদাচ্ছের হোসেন, মোহাম্মদ মনসুর আলী মোড়ল, মোহাম্মদ মশিউর রহমান ও মেয়ের শিপন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শ্রমিকের অধিকার আদায় নিজেদের করে নিতে হবে। তাদের বিপদে আপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সব সময় কাছে পাবেন।