সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জিরবুনিয়া সম্মিলনী বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ১৪, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটির জিরবুনিয়া সম্মিলনী বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মানসুরুল আলম এর বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন, সাবেক জেলা বিএনপির নেতা সৌরেন্দ্র নাথ মন্ডল, দেলুটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, মতিউর রহমান, আমিরুল ইসলাম, মিল্টন সরদার, সেলিম হাওলাদার, প্রদীপ সরকার, নূর মোহাম্মদ সানা , বাবুল মোড়ল, আরিফ হাওলাদার, নাঈম মোড়ল , সাবুর আলী, সরোয়ার হাওলাদার সহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অভিভাবক এবং এলাকাবাসীকে উপেক্ষা করে মানসুরুল আলম এর মতো একজন বিতর্কিত ব্যক্তি কে বিদ্যানিকেতন এর এডহক কমিটির সভাপতি করা হয়েছে। বক্তারা অবিলম্বে মানসুরুল আলম কে বহিষ্কার পূর্বক নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান।

অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির মাধ্যমে বহিষ্কার করতে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন। উল্লেখ্য গত ১৮ মার্চ মানসুরুল আলম কে সভাপতি, অসীম কুমার বাছাড় কে শিক্ষক প্রতিনিধি, সঞ্চয় মন্ডল কে অভিভাবক প্রতিনিধি ও প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় কে সদস্য সচিব করে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় শিক্ষা বোর্ড যশোর। এদিকে মানসুরুল আলম কমিটির সভাপতি করায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত