নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি: এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও রাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
। সোমবার (১৪ এপ্রিল) শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারে এ সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও রাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি: এর প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি: এর পরিচালক শেখ নুরুল হুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং অফিসার মোঃ রাশেদুল ইসলাম, আব্দুল হাকিম, মো. ফজলুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুল আহাদ, তথ্য অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওটি ইনচার্জ মোসাম্মদ ফাতেমা খাতুন, ওয়ার্ড মাস্টার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ফার্মেসি ইনচার মোহাম্মদ লতিফুল ইসলাম, ক্যান্টিন ইনচার্জ আব্দুল আজিজ সহ সকল ডিপার্টমেন্ট ইনচার্জ ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।