ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ শিল্পকলা একাডেমী আয়োজিত বাংলার ঐতিহ্য আর সাংস্কৃতিক এই অনন্য উৎসবে আপনার হৃদয় ভরে উঠুক আনন্দে, উদ্দীপনায় আর নতুন আশায় এসো হে বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উত্তর কালিগঞ্জ শিল্পকালা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠানে একাডেমীর পরিচালক এটিএম রেজাউল হক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইডা সংস্থার নির্বাহী পরিচালক আক্তার হোসেন, আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আলফাজ হোসেন, সাংবাদিক ফজলুল হক ও আল নূর আহমেদ ইমন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পরিতোষ পূর্ণিমা সঞ্জয় তাপস মৌমিতা তবলায় সহযোগিতা করে শংকর কুমার পাল সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখীপুর সঙ্গীত একাডেমীর পরিচালক ও দেওয়াটা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকা থেকে শত শত সংগীত প্রিয় মানুষ এ সময় উপস্থিত ছিলেন।