শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল) শুক্রবার বিকাল ৪ টায় সুন্দরবন প্রেসক্লাবের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু তালেবের সঞ্চালনায় এ সভায় অনুষ্ঠিত হয়। উক্ত সবাই প্রেসক্লাবের বিগত মার্চ মাসের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের উপস্থাপন করলে সুন্দরবন প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের মতবিনিময়ে দ্বিতীয় তলার সিঁড়ির উদ্বোধনী কার্যক্রম শুরু হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল, সিনিয়র সাংবাদিক সহসভাপতি তালেব হোসেন, আয়ুব হোসেন, আক্তার হোসের, রাজু আহমেদ, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইয়াসিন হোসেন,আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র সাংবাদিক সোহাগ সরদার সহ আরো অনেকেই। সভায় প্রেসক্লাবের মাসিক বিভিন্ন এজেন্ডার বিষয় আলোচনা হয় ও সাংগঠনিক সম্পাদক হিসাবে নজরুল ইসলাম কে কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এছাড়া মিটিংয়ে অনুপস্থিতদের নোটিশ প্রদান করার অনুমোদনসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।