ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দিকিয়া ইয়াতিমখানায় ১১জন কোরআনের পাখি হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) এশার নামাজের পর হতে মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দিকিয়া ইয়াতিমখানায় বাৎসরিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওঃ আফসার উদ্দিন সভাপতিত্বে বাংলাদেশ যুব হিজবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মুদীর হাফেজ মাওলানা মুফতি কুতুবুদ্দিন ও শিক্ষক মাওলানা সালাউদ্দিনের সার্বিক সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মুল্যবান ওয়াজ নসিহত করেন ফুরফুরা কেবলা রহমাতুল্লাহি আলাইহি এর দৌহিত্র আওলাদে রাসুল, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আজমাত হোসেন এম. এম কলিকাতা, ফুরফুরা শরীফ ভারভ।
এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন । এ বছর মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। যথাক্রমে নতুন হাফেজ হয়েছেন মোঃ জাবের হোসেন কুড়িকাহনিয়া, মোঃ মোসাদ্দিক বিল্লাহ কৃষ্ণনগর কালিকাপুর, মোঃ মুযাক্কির হুসাইন বিষ্ণুপুর বন্ধকাটি, মোঃ হাবিবুর রহমান কুশুলিয়া বাজার গ্রাম রহিমপুর, মোঃ মারুফ বিল্লাহ লক্ষীনাথপুর, মোঃ আল আমিন কৃষ্ণনগর রামনগর, মোঃ সোহানুর রহমান মৌতলা কলিযোগা, মোঃ আবু রায়হান কুড়িকাহনিয়া, মোঃ বাইজিদ হোসেন কুশুলিয়া বাজার গ্রাম, মোঃ আখতারুজ্জামান শ্যামনগর জাবাখালি, মোঃ সোহাগ গাজী কৃষ্ণনগর কালিকাপুর, প্রমুখ পাগড়ি প্রদান অনুষ্ঠানে এ সময় ১১ জন নতুন হাফেজের সাথে সাথে অভিভাবকদের টুপি ও তজবি প্রদান করা হয়। পাগড়ি প্রদান ও দোয়া মাহফিলে শেষে সকলের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়