শেখ নুরুজ্জামান (কালিগঞ্জ সদর) প্রতিনিধি : পহেলা মে উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ এপ্রিল বিকাল পাঁচ টায় কালিগঞ্জ শ্রমিক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শোকর আলীর সরদার এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান সহ-সভাপতি আব্দুল কুদ্দুস যুগ্ম সম্পাদক মীর হীরা রতনপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাজ্জাদ হোসেন ধলবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম মথুরেশপুর শ্রমিক দলের সভাপতি সৈয়দ শাহিনুর রহমান মৌতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ চাম্পাফুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর তারালি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু রায়হান কুশুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ মাসুম রহমান (বিপুল) বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামশেদ আলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিজ নলতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ।পহেলা মে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযথ মর্যাদায় কালিগঞ্জ শ্রমিক দলের পক্ষ থেকে উদযাপন করা হবে।