খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : তালার পাটকেলঘাটায় রাসমণি সুইটসে ২১ এপ্রিল রবিবার রাত ৯ টার দিকে পঁচা দই ও বাঁশি খাবার বিক্রয়ের অভিযোগ উঠছে। এই মিষ্টান্ন ভান্ডারে একাধিকবার মেয়াদ উত্তীর্ণ দই ও বিভিন্ন বাসি খাবার বিক্রয় করে এটা জানাজানি হইলে সাংবাদিকদের ম্যানেজ করে চলে।
সরজমিনে গিয়ে দেখা যায় তাদের রান্নার পরিবেশ ও যেখানে মিষ্টি তৈরি করে তার পরিবেশ নোংরা অবস্থায় আছে। সাংবাদিকরা ছবি তুলতে কর্মচারীরা বাধা দেয়। গোলাম রব্বানী জানান, তাদের দই এর মান এতটাই খারাপ তাদের দোকান থেকে দই খেয়ে গত রবিবার রাতে পেটের সমস্যা হয়।
মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তাদের খাবারের মান এতটাই খারাপ যারা একবার যায় দ্বিতীয়বার তারা যেতে চায় না। রাসমণি মিষ্টান্ন ভান্ডারের একাধিক শাখা রয়েছে।
খান আতাউর রহমান লিটন বলেন, তাদের দোকানে বাসি মাছ, মাংস, ডাল বিক্রয় করে। দোকানের মালিক মাধব মন্ডলের ছেলে পার্থ মন্ডল বলেন কারিগর দিয়ে কাজ করলে মাঝে মধ্যে এমন হয় যার পছন্দ সে খাবে যার পছন্দ হবে না সে খাবে না। আপনারা সাংবাদিকরা এটা নিয়ে যা পারেন তাই করে নিয়েন। দোকানের মালিক মাদব মন্ডলের কাছে জানতে চাইলে বলেন, কারিগর দিয়ে কাজ করলে অনেক ভুল ত্রুটি হয় আমি সব সময় দোকানে থাকতে পারিনা। আপনারা নিউজ করেন না আপনাদের সাথে আগামীকাল দেখা করব।