শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ৩৪টি ধারালো হাসুয়া উদ্ধারের ঘটনার পর পুকুর থেকে আবারও ৩৮ পিস রামদা ও হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের জনৈক বিল¬াল গাজীর পুকুর থেকে বস্তায় ভর্তি এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের নকিপুর গ্রামের বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদাসহ ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। পুকুরের মধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো কে বা কারা রেখেছে সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে।
নিশ্চিত হওয়ার পর সংশি¬ষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে রোববার শ্যামনগর থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার নকিপুর গ্রামের মোঃ সাবের মিস্ত্রির বাড়ির পাশে মাওলানা জুবায়েরের পুকুরে অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩৪টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।