নিজস্ব প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনে জামিন পেয়েছেন তালা প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক ও কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত। পরে জামিনের আদেশ জেলখানায় পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও সমাবেশ হয়।
সর্বশেষ বৃহস্পতিবার সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল এবং টিপুর জামিনের আবেদন করা হয়। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। ইতিমধ্যে আদালতের আদেশ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজই সাংবাদিক টিপু জেল থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন আবুল কালাম আজাদ।