দেবহাটা ব্যুরো : চলছে বৈশাখের প্রথম সপ্তাহ বাংলাদেশের অতি উৎকৃষ্ট জাতের মধ্যে সাতক্ষীরার হিমসাগর ও গোবিন্দভোগ আম সুগন্ধজাত, সুস্বাদু অত্যন্ত রসালো এবং আঁশ বিহীন আম। এই আমটির চাহিদা বাংলাদেশের সর্বত্রই শীর্ষে রয়েছে, সেই সাথে দেবহাটা তথা সাতক্ষীরার আমের চাহিদা দেশের বিভিন্ন শহর সহ বিদেশেও আছে। কিন্তু সেই চাহিদা কে কাজে লাগিয়ে দেবহাটা উপজেলার কিছু অসাধু ব্যবসায়ীরা সময়ের আগে গোবিন্দভোগ ও হিমসাগর আম ভাঙা শুরু করেছে|
দেবহাটা উপজেলার আম ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, শহরে আমের আচার করার জন্য কাচা আমের চাহিদা আছে, তাই এখন আটির আম ভেঙ্গে যে গুলা আচার তৈরির কাজে লাগানোর জন্য সেই আম গুলা শুধু মাত্র পাঠানো হচ্ছে। তবে গোপন সূত্রে জানা যায়, আটির আমের সাথে কিছু কিছু গোবিন্দভোগ আম পাড়া শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আম ব্যবসায়ী বলেন, ২০ ক্যারেট আম ঢাকাতে পাঠানো হলে তার মধ্যে ১৫ ক্যারেট আটির আম দেওয়া হচ্ছে তার মধ্যে বাকি ৫ ক্যারেট হিমসাগর ও গোবিন্দভোগ আম থাকছে। তবে দেখা যায় এই আম গুলা আমরা যদি ট্রাকের মাধ্যমে ঢাকাতে পাঠানো হয় তবে বিভিন্ন সময় রাস্তায় চেক করে আম গুলা জব্দ করে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আমরা আম গুলা বিভিন্ন ভাগে ভাগ করে পরিবহনে করে বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। এতে করে গোবিন্দভোগ আম গুলা ধরা পড়ছে না। ঢাকায় বসবাস রত দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শামীম হোসেন সুমন বলেন, আমরা বাজরে গিয়ে সাতক্ষীরা আম বলে বিক্রি করা হচ্ছে হিমসাগর প্রতি কেজি দরে ২০০ টাকা ও গোবিন্দভোগ ২২০ করে। দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান বলেন, দেবহাটা আম এখনো পাকার সময় হয়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যে কিছু গোবিন্দভোগ ও হিমসাগর আম ঢাকায় পাঠানো হচ্ছিল তবে সে আম গুলা গোপন সংবাদের ভিত্তিতে ধরে সেগুলো আম গুলা বিনষ্ট করা হয়েছে।