কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা মিতালী কঁচিকাঁচার মেলার আয়োজনে কেন্দ্রীয় কঁচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক রোকনুজ্জামান খাঁন দাদা ভাইয়ের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ এপ্রিল) শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে নলতা মিতালী কচি কাঁচা মেলার পরিচালক আব্দুল বারী আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, ঢাকা ল্যাবরেটরির গণসংযোগ কর্মকর্তা জমায়েত আলি, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। বক্তব্য রাখেন নলতা মিতালী কঁচিকাঁচার মেলার উপদেষ্টা নলতা হাইস্কুলের শিক্ষক মাহবুবুর রহমান, বিচারক নলতা কেবি আহছানউল্লাহ স্কুলের শিক্ষক আলমগীর কবির, নলতা মিতালী কচিকাঁচার মেলার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাবলু।
অনুষ্ঠানের শুরুতেই নলতা মিতালী কচিকাঁচার মেলার শিল্পীদের পরিবেশনায় সংগীত শিক্ষক সুব্রত কুমারের নেতৃত্বে উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়। পরে পহেলা বৈশাখ চিত্রাংকন প্রতিযোগিতায় ক খ ও গ বিভাগের বিজয়দের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।