শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে চলমান পিপিইপিপি- ইউ প্রকল্পের, প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কম্পোনেন্ট এর আওতায় সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) পুষ্টি মেলা আয়োজন করা হয়। রবিবার সকাল ১০ মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ রাকিব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শাখা ব্যবস্থাপক মোঃ ইকরামুল ইসলাম। উক্ত অনুষ্টানের মাধ্যমে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য, সবজি ও মৌসুমি ফল নিয়ে আলোচলা করা হয়। বাচ্চাদের পুষ্টিসমৃদ্ধ খাবার সঠিকভাবে খাওয়ানোর বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। কিশোরী দের মাঝে কুইজ প্রতিযোগিতা ও সাংকৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন জি এম শফিকুল ইসলাম সহকারী টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) এবং অনুষ্ঠানটি সাবি’কভাবে পরিচালনা করেন মোঃ রেজাউল ইসলাম সহকারী টেকনিক্যাল+/(জিবিকায়ন)এবং সহকারী হিসেবে ছিলেন ফাতিমা খাতুন, ও সন্ধ্যা রানী (সিএনএইচপি)। সর্ব শেষে কিশোরী দের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্টিঠান সমাপ্ত করা হয়।