কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার পোর্ট বসন্তপুর সীমান্ত এলাকায় নদীভাঙন চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে চারটি স্থান চিহ্নিত হয়েছে উচ্চ ঝুঁকির মধ্যে। সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি মেরামত কাজ শুরু করা হয়েছে।
পোর্ট বসন্তপুর সীমান্ত এলাকার ফজলুর রহমানের বাড়ির সামনে ভাঙনকবলিত রাস্তার মেরামত কাজ পরিদর্শনে করেন কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পাঁচ নম্বর পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস ও রমিত হোসেন মনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সদস্য জাহাঙ্গীর আলম, ফজলুল হক, ইশারাত আলী ও ফরিদুল কবীর। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ বাঁধ এলাকা পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সীমান্ত এলাকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাট হুমকির মুখে পড়বে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আপাতত জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হলেও স্থায়ী সমাধানের জন্য আলাদা প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।