শহর প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা পার্সন সৌরভকে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর নেতৃত্ব বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় অসুস্থ সৌরভকে দেখতে যান সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিবেদক আবু সাইদ বিশ্বাস, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম, নন্দিত টেলিভিশন লি. এর বার্তা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহাত রাজা, বৈশাখী টিভি ক্যামেরা পার্সোন মো: রেজাউল ইসলাম,সাংবাদিক ঈমান হোসাইন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত রোববার শ্যামনগরে নিউজ কভারেজে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হন এ ব্যাপারে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।