উপকূলীয় প্রতিনিধি : শ্যামনগরে নির্মাণাধীন প্রাচীর ভেজানোর জন্য পাম্পে (মোটরে) বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফজলুল হক (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ ফজলুল হক শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তরানীপুর এলাকার লুৎফর রহমান গাজীর ছেলে এবং একই উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক।
স্থানীয়রা জানান, ফজলুল হক সকালে তার নিজ বাড়ির নির্মাণাধীন প্রাচীরে পানি দেওয়ার জন্য পাশের পুকুরে পাম্প সেট করতে যায়। পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানশত বিদ্যুৎ স্পষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, অভিযোগ না থাকায় আবেদনের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।