কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫৬০ কেজি অপরিপক্ক আম বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম ইনামুল হক, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সাংবাদিক মোস্তাক আহমেদ, উপজেলা নিরীহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা সংলগ্ন যশোর-সাতক্ষীরার মহা সড়কের উপর ভ্যান থেকে ১৪টি ক্যারেট ভর্তি গোবিন্দ ভোগ আম আটক করে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে গাছ থেকে অপরিপক্ক আম ভেঙ্গে বা পেড়ে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৫৬০ কেজি গোবিন্দ ভোগ আম জব্দ করে বিনষ্ট করা হয়।