কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১০ মে কালিগঞ্জের ঐতিহাসিক সামাদ স্মৃতি বাস টার্মিনাল ফুটবল ময়দানে জামায়াতের কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ০৮ টায় উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম মুকুল।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফসহ উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ। প্রধান অতিথি বিভাগ সমুহের কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন।তিনি আগামী ১০মে কর্মী সম্মেলনকে সফল করার জন্য জরুরী দিক নির্দেশনা প্রদান করেন।