খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা একটি পুরাতন বাণিজ্যিক কেন্দ্র এলাকা। এই বাণিজ্যিক কেন্দ্রে দৃষ্টিনন্দন ভাই ভাই কাঁচা মালের আড়ৎ তৈরি করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উদ্যোক্তা শেখ বাবলুর রহমান। এটি পাটকেলঘাটার ছয়টি ইউনিয়নের কৃষকের আস্তাভাজন কাঁচামালের আড়ৎ। আড়ৎটি সুন্দর জায়গা তথা সাতক্ষীরা খুলনা মহাসড়ক কেন্দ্রিক পাটকেলঘাটা হাই স্কুলের দক্ষিণ সাইডে। এখানে ভালো পরিবেশ থাকলেও ছিলোনা যাতায়াতের ভালো রাস্তা।
এবার সেই রাস্তাটি নিজের পকেটের টাকা খরচ করেই করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভাই ভাই কাঁচামাল আড়ৎ এর একমাত্র সত্তা অধিকারী শেখ বাবলু রহমান। এছাড়াও তিনি বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট মেরামতের কাজ দীর্ঘদিন যাবত সংস্কার করে আসছেন বলে স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। এ ব্যাপারে শেখ বাবলু রহমান বলেন আমি এখানে আড়ৎ করছি এলাকার মানুষের কষ্ট কিছুটা কমানোর জন্য সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা হয়। তবে রাস্তার কারণে মানুষ মোটরসাইকেল, ভ্যান, কভার ভ্যান এমনকি পায়ে হেঁটে ও যাতায়াত করতে পারতো না। তাই জনস্বার্থে নিজের কিছুটা আর্থিক ক্ষতি হলেও মানুষের কষ্টের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছি।
এই রাস্তা নিয়ে অনেকেই সমালোচনা করছে জানতে চাইলে সাংবাদিকে বলেন ভালো কাজে কিছু মানুষ তো সমালোচনা করবেই। যারা সমালোচনা করে তারা কখনো মানুষের ভালো দেখতে পারেনা এমন কি তারা জনস্বার্থে এমন উদার মনে ভালো কাজ কোথাও করতে পারি নাই। যারা সমালোচনা করছে তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর। আমার মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেলেও আমি আমার জায়গা থেকে জনস্বার্থে উন্নয়নমূলক ভালো কাজ করে যাব।
এই মার্কেটের দোকানদার মোহাম্মদ আল-আমিন হোসেন বলেন আমরা রাতে একটা সাইকেল নিয়ে ভালোভাবে যেতে পারতাম না। রাস্তাটা করায় আমাদের অনেক উপকার হইছে। আরেক দোকানদার মোহাম্মদ রাসেল বলেন এই মার্কেটের দোকান নিয়ে কিছুটা বিপাকে পড়ছিলাম রাস্তাটা সংস্কার করায় সেটা সমাধান হয়েছে। মোহাম্মদ মিঠু বলেন রাস্তাটা সংস্কারের আগে আমাদের বেশ খানিকটা ঘুরে আশা লাগতো এখন আর সেটা লাগেনা। এবং শেখ বাবলুর রহমান কুমিরা ইউনিয়নব্যাপী বিভিন্ন রাস্তাঘাট কালভাট সংস্কারে উদার ভূমিকা পালন করেন।