আবু সাঈদ : সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে তৃতীয় প্রস্তুতি সভা ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ১মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিদ্যায়েরর প্রধান শিক্ষকের কার্যালয়ে তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র ব্যানার্জী, ব্যবসায়ী আলিমুজ্জামান আলিম, শিক্ষক কনেক মন্ডল, ব্যবসায়ী আজিম হোসেন, লাভলু, ব্যবসায়ী শাহিনুজ্জামান লাল্টু, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারী রুহুল আমিন, সাংবাদিক আলতাফ হোসেন বাবু, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন সম্রাট। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী কিবরিয়া হোসেন, মোজারুল ইসলাম, রুবেল হোসেন, ইব্রাহিম খলিল, জিএম শারাফাত হোসেন, জিএম বাহাউদ্দীন, মামুন উর রশিদ, সবুজ, হৃদয় প্রাক্তন ছাত্রী ফারজানা ইয়াসমিন মিতা, মাছুরা খাতুন প্রমুখ।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীরা পরামর্শমূলক বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভায় আগামী ২৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সাথে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম বিষয়ে আগামী ১৫ মে শুক্রবার সন্ধায় বিদ্যালয়ে চতুর্থ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সভাপতি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক, অফিস সহকারিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।