আশাশুনি ব্যুরো : পরিবারের অতি আদরের কন্যা উজানী মন্ডল (২৪)। কিছু বছর আগে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আশাশুনি উপজেলার মফস্বল এলাকায় বিবাহ হয় উজানী মন্ডলের। সে দেবহাটা উপজেলার কামকাটিয়া গ্রামের মহানন্দ মন্ডলের কন্যা।
তার স্মৃতিশক্তি দুর্বল (মানসিক প্রতিবন্ধী) হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পিত্রালয় অবস্থান করে উজানী মন্ডল। গত ইং ৩০এপ্রিল-২৫ সকাল আনুমানিক ১০টার দিকে পিত্রালয় থেকে উজানী মন্ডল হাঁটতে-হাঁটতে পথ ভুলে কোথাও চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
উজানী মন্ডল কোথায়ও বা কোন বাড়িতে আশ্রয় নিতে পারে অথবা রাস্তায় বা বাজার ঘাটে ভোলা মনে একলা চলাচল করতে পারে। তার সন্ধান পেতে ব্যাকুল হয়ে আছে তার পরিবার। দেশবাসীর কাছে তার সন্ধান পেতে আকুল আবেদন জানিয়েছে উজানী মন্ডলের পরিবার। তাকে কোথাও দেখতে পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। মোবাইল নং ০১৭৯৭-২৯২৯০৩ ০১৭৯২-৪০৯৮৩৭.