আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দরগাহপুর পূর্বপাড়া সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোক্তার আলী গোলদার, ছাবিতা খাতুন, মীম, সোনি খাতুন, এমদাদুল মলঙ্গী, আবু সাইদ গোলদার। বক্তাগণ বলেন, বাদী পান্নারা ঘটনার দিন আসামীদের বাড়িতে হামলা চালায়, মারপিট করে। পান্না, লাদেন, মনিরারা গ্রামের নিরিহ গরীব মানুষের উপর অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাদের অত্যাচারে গ্রামের নিরিহ মানুষরা অসহায় হয়ে পড়েছে। তারা আমাদেরকে বাড়িছাড়া করতে চায়। তাদের মারপিট ও হামলার পর স্থানীয় ইউপি মেম্বার আঃ বারীক, শহীদ মাস্টার উপস্থিত হয়ে সিদ্ধান্ত দেন রাতে বসে ফয়সালা করবেন। মামলা মকদ্দমার দরকার নেই। কিন্তু মাতব্বরদের উপেক্ষা করে আমাদের অজান্তে পান্না ও তার বোন ওয়ার্ড মেম্বার ঝর্ণা ষড়যন্ত্র করে গোপনে থানায় গিয়ে পুলিশকে ম্যানেজ করে কোন মামলা ছাড়াই এদিন রাতেই গরীব পরিবারের নির্যাতিতদের ধরা হয়।
কোন প্রকার তদন্ত না করে মামলা রুজু করে আসামী চালান দেয়া হয়। কোর্টে গিয়ে দেখি আসামী একজন ছবি অন্য জনের। মামলা গ্রহনের ১১ দিন পর পুলিশের এসআই ফিরোজ আলম তদন্তে আসেন। কিন্তু ঘটনাস্থানে আসেননি ও ঘটনার বিষয়ে যারা জানেন তাদের কারো সাথে কথা বলেননি, গোপনে গোপনে বাদীদের বাড়িতে বসে দীর্ঘক্ষণ কথা বলে চলে গেছেন।
বক্তাগণ আরও বলেন, পান্না আওয়ামীলীগ আমলে নৌকা হাতে নিয়ে বেড়িয়েছে, গ্রামের নিরিহ মানুষকে অত্যাচারে জর্জরিত করেছে। আবার এখন ভোল পাল্টে জামাত বিএনপির সাথে সখ্যতা গড়তে চেষ্টা করছে। মামলাবাজ পান্নাদের করা তদন্ত ছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং এলাকার নিরিহ মানুষদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসন, আইন আদালতের কাছে তারা জোর দাবী জানান।