অহিদুজামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত এবং শহীদ পরিবারের সন্মাননা, দোয়া অনুষ্ঠান এবং পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে২০২৫, বৃহস্পতিবার সকাল ১০ টায় রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সহ-সেক্রেটারী মাহবুবুর আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এমদাদুল হক, সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব নাজমুল হোসেন জনি, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি এনামুল হাসান, দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর প্রতিনিধি এস আই তাজুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর সাবেক আমীর আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল অহেদ, সিনিয়ার সাংবাদিক ফারুক মাহবুব ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, দেবহাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম, ছোট ভাই রাকিব হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, আলোচনা শেষে জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত এবং শহীদ পরিবারের সন্মাননা হিসাবে জুলাই বিপ্লব ২০২৫ স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।