শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জের ম্যানগ্রোভ বনায়ন ও পরিবেশ সংরক্ষণের নতুন দিগন্ত

প্রতিবেদক
satkhirar sakal
মে ৯, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ইছামতি নদীর বুক চিরে ভারত বাংলাদেশ সীমান্তে গড়ে ওঠা এক প্রাকৃতিক বদ্বীপ আজও টিকে আছে ভাঙন ও গঠনের চক্রে। এই বদ্বীপটি ঘিরে এখন গড়ে উঠছে পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনা।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে আদি যমুনা নদীর দুই তীরে ও চরাঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে এই অঞ্চলকে পরিণত করা যায় এক মনোরম ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে। পরিবেশবিদরা বলছেন, এখানে সুন্দরবনের কেওড়া, গোলপাতা ও গেওয়া জাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করলে শুইলপুর এলাকায় গড়ে উঠবে একটি পূর্ণাঙ্গ ম্যানগ্রোভ মিনি সুন্দরবন। এমন বন পর্যটকদের আকর্ষণ করবে, আর সেই সাথে বজায় রাখবে প্রাকৃতিক ভারসাম্য।

এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ইতোমধ্যেই অনুকূল। ভারতের উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ মোকাম থেকে শুরু করে বাংলাদেশের বসন্তপুর কাস্টম গোডাউন অফিস খাদ্যগুদাম, দমদম খেয়াঘাট, শুলইপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত যাতায়াত সহজ। প্রতিদিনই এই এলাকায় বসন্তপুর, শুইলপুর , খানজিয়া এবং খারহাটের আশপাশে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধের পাশে নারায়ণপুর ও কামদেবপুর মৌজার পরিত্যক্ত জমিগুলো ব্যবহারের মাধ্যমে বন সম্প্রসারণ সম্ভব।

একইভাবে বসন্তপুর খেয়াঘাট সংলগ্ন নবীন নদীর দুই তীরেও ম্যানগ্রোভ রোপণ করে আজিজমুনা নদীঘেঁষা এলাকা সবুজে ঘেরা করা যাবে। সেক্ষেত্রে পাখির আবাসস্থল তৈরি হবে এবং সৃষ্টি হবে এক প্রাকৃতিক স্বর্গ। পরিকল্পনা অনুযায়ী দেবটার আদলে রূপসী ম্যানগ্রোভ ইছামতি-কালিন্দী নদীর দুই তীরে সবুজ বেষ্টনী গড়ে উঠতে পারে। কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে সোহরাওয়ার্দী পার্ক থেকে কাক শিয়ালী নদী হয়ে ইছামতি-কালিন্দী পর্যন্ত একটি নৌভ্রমণ পথ নির্মাণ করা হলে অথবা পোর্ট বসন্তপুর বসন্ত রাজের জমিদার বাড়ি থেকে পর্যটকদের জন্য তৈরি হবে এক নতুন অভিজ্ঞতার গন্তব্য।

তবে পরিবেশ রক্ষায় কিছু জরুরি পদক্ষেপের প্রয়োজন রয়েছে। রেনু আহরণকারী জেলেদের জোয়ারের সময় জাল ফেলায় নদীতে পলি জমতে পারছে না, ফলে বেড়ে যাচ্ছে ভাঙন। কামদেবপুরসহ আশপাশের এলাকা পড়ছে চরম ঝুঁকির মুখে। অবিলম্বে এই রেনু আহরণ বন্ধের পাশাপাশি নদীর তীরে বহুমুখী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ অতি জরুরী। বর্তমানের ক্ষয়প্রাপ্ত ও অবহেলিত বেড়িবাঁধগুলো পুনর্র্নিমাণ করে, বেআইনি ভাবে চিংড়ি চাষের জন্য বেড়িবাঁধ কাটা বন্ধ করে সুনির্দিষ্ট রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে।

স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমে যাবে এবং পর্যটনের বিকাশ ঘটবে। এর ফলে সরকারি রাজস্ব বৃদ্ধি, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের এই যুগপৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কালিগঞ্জের প্রাকৃতিক বদ্বীপ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। দরকার শুধু একটি সমন্বিত পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং স্থানীয় জনসচেতনতায় উদ্ভাসিত উদ্যোগ। ইতিমধ্যে গত শুক্রবার(২মে)২৫ বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই মিনি সুন্দরবন পরিদর্শন করেন তিনি ম্যানগ্রোভ সুন্দরবনের মায়াবী দ্বীপ নামকরণ অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জেলা সাহিত্য পরিষদের সাধারণ সভায় কন্ঠভোট : সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ম. জামান

সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে র‌্যালি

মুক্তেশ্বরী যেন কচুরিপানার নদী!

শহরের পলাশপোলে ৯নং ওয়ার্ডে ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা

আশাশুনিতে লবণাক্ত এলাকায় তরমুজ চাষে সফলতা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় দেশের স্বাধীনতা

পুষ্পকাটি তাফসীরুল কুরআন মাহফিল ও হামদ্ প্রতিযোগীতা

সাতক্ষীরা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের চড়ুইভাতি

সাতক্ষীরায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

বাঁশদহা বাজারে পাইপ লাইন ও উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন