শনিবার , ১০ মে ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তারেক রহমান ও সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
satkhirar sakal
মে ১০, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অপপ্রচার এবং সাংবাদিক সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকালে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মোজাহারের পাম্প এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেট চত্ত্বরে সমাবেশে যোগ দেয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রকম স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। কালিগঞ্জ উপজেলা বিএনপি একাংশের সাধারণ সম্পাদক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক মাহাসিন আলম, সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেউল করিম রোমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কলারোয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ ও শামিম হোসেন রাজা, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফারহান মাসুক, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপন, সাতক্ষীরা শ্রমিকদলের নেতা রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পী। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে খালিদ মন্জুর রোমেল স্যোসাল মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে রোমেলসহ কলারোয়ার একটি কুচক্রিমহল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। সাইদুরের ভাবমূর্তি নষ্টের জন্য তারা পাঁয়তারা করছে। অবিলম্বে মিথ্যাচার এবং আপত্তিকর প্রচারণা বন্ধ না করা হলে অসৎ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে অভিযুক্ত কেএম রোমেল মুঠোফোনে বলেন, সাংবাদিক সাইদুর রহমান ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আমি তারেক রহমানকে নিয়ে কোন বাজে মন্তব্য করিনি। ফেসবুকে যা লিখেছি তা তো সবাই দেখছে। সাতক্ষীরার রাজনীতিতে হঠাৎ করে তিনি অতি উৎসাহী হয়ে যা কিছু করছে তা দলের ক্ষতি ছাড়া আর কিছুই না।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত