কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসির উদ্দীনের দেশে আগমন পরবর্তী নিজ এলাকার মানুষ ও বিএনপি’র নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে রবিবার (১১ মে) ২৫ বিকাল ৫টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্নে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী শোকর আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা শেখ নাজমুল হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সদস্য সদস্য সচিব, সাবেক যুগ্ম আহবায়কসহ বিভিন্নঅঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রায় তিনশতাধিক মোটর সাইকেলে শোডাউনের মাধ্যমে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুৃষ বরণ করে নেন যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে। দোয়া মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।