কাকন সভাপতি ও মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত
আলম হোসেন, কলারোয়া ব্যুরো : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর ১২০৬৮ কলারোয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ১১ই মে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রইছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বেগম খালেদা জিয়া কলেজ ধানদিয়া। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জনাব চন্দ্র বিধান সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, পঙ্কজ কুমার বর্মন, সভাপতি সাতক্ষীরা জেলা, সাইফুল্লাহ আল তারিক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা, প্রধান শিক্ষক জনাব মুজিবর রহমান, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আরশাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরিফুজ্জামান কাকন, সভাপতি কলারোয়া উপজেলা শাখা ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ১২০৬৮। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুল ওহাব মামুন, মইনুজ্জামান মিলন, মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা সহকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন গ্রেড উন্নয়ন, উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সহজতা ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতি মোঃ আরিফুজ্জামান কাকন তার বক্তব্যের শেষ পর্যায়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দায়িত্ব জেলা কমিটির উপর অর্পণ করেন।
মোহাম্মদ মতিয়ার রহমান সহকারী শিক্ষক খোর্দ্দ পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবনায় মোঃ আরিফুজ্জামান কাঁকনকে সভাপতির নাম প্রস্তাব দেয়ায় উপস্থিত শিক্ষক বৃন্দ সানন্দে সম্মতি জ্ঞাপন করেন। নবকুমার দাস সহকারী শিক্ষক মুরারিকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় আব্দুল ওহাব মামুনকে সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করেন উপস্থিত শিক্ষকবৃন্দ সানন্দে সেটি গ্রহণ করেন। মোঃ আসাদুল ইসলামের প্রস্তাবনায় মঈনুজ্জামান মিলন সিনিয়র সহ সভাপতি, সহকারি শিক্ষক বিলকিস খাতুনের প্রস্তাবনায় রেশমা খাতুন সিনিয়র সহ সভাপতি (মহিলা), আব্দুল ওহাব মামুনের প্রস্তাবনায় আসাদুল ইসলাম সহ সভাপতি নির্বাচিত হন। ৫সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৩১মের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় জমা দিবেন।