কলারোয়া ব্যুরো : মালয়েশিয়ায় অবস্থিত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এসময় প্রধান অতিথি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রবাসে অবস্থানরত তালা-কলারোয়া তথা সাতক্ষীরার সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, তালা ও কলারোয়ার বহু মানুষ মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করছেন। আমি এলাকার মানুষের ও প্রবাসীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। রবিবার(১১মে) মালয়েশিয়ার জোহান সেতিয়া ক্লাং সেলাঙ্গর এ সাতক্ষীরা প্রবাসী কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু।
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুচ আলী (আ.রহমান) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, মালয়েশিয়া প্রবাসী সামিউল আজম চঞ্চল, আতাউর রহমান, মো. ইনসাফ, সফুর আলী, আব্দুল মাজেদ, মোজাফফরসহ মালয়েশিয়ার জোহান সেতিয়া ক্লাং সেলাঙ্গর নেতৃবৃন্দ।