শুক্রবার , ১৬ মে ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনিতে দুই ধর্ষকের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
মে ১৬, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন জানায়, তার এক সহপাঠী শিক্ষার্থীকে আনুলিয়া গ্রামের দুই লম্পট মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে সু কৌশলে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত ধর্ষকরা গ্রেপ্তার হয়নি।

একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেরিনা খাতুন জানান, আমাদের সহপাঠী বান্ধবীর সাথে যে ঘটনা ঘটেছে আমরা মানববন্ধন থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন এমন ঘটনা কোন ছাত্রীর সাথে না ঘটে। মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র মন্ডল বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়ালো পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেনা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

ধর্ষিতা কলেজ ছাত্রী পিতা জানান, কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রামের দুই লম্পট জোরপূর্বক আমার মেয়েকে মাইক্রো যোগে উঠিয়ে নিয়ে যায়। এবং শারীরিক নির্যাতন চালায়। আমি ওই দুই ধর্ষকের বিরুদ্ধে কোর্টে মামলা করি। বর্তমান মামলাটি আশাশুনি থানার ওসির তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমান তারা আমাদেরকে দেশ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম বলেন, আমার কলেজের একটি মেয়ের সাথে কয়েকদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। আমরা কলেজের পক্ষ থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফিন বলেন, কলেজছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা হয়েছে। কোর্ট মামলাটি থানাকে নির্দেশ দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে মানববন্ধন কর্মসূচিতে প্রভাষক দীপ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন, মেরিনা সুলতানা ও পুষ্পা সুলতানা প্রমূখ। মানববন্ধনে শিক্ষক অভিভাবক এবং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ৬ জন নতুন সদস্যকে সংবর্ধনা

ব্রহ্মরাজপুরে পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণে বৈজ্ঞানিক কর্মশালা

চুকনগর গণহত্যায় জীবন্ত ট্রাজেডির অপরনাম এরশাদ আলী ও সুন্দরীবালা

কালিগেঞ্জ রুদ্রনীলকে আর্থিক সহযোগিতা করলেন উপজেলা পরিষদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

কপোতাক্ষে টিআরএম পুনরায় চালু ও নদের উপর নির্মিতব্য ব্রীজে পিলারের দূরত্ব বৃদ্ধিকরণ দাবী

জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে সুরক্ষায় সুনির্দিষ্ট আইনের সংলাপ

সাতক্ষীরায় নতুন কারিকুলামে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনীতে দুর্ভোগ

তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ