শুক্রবার , ১৬ মে ২০২৫ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় মুহাম্মদ (সা:) কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক মুক্তিযোদ্ধা আটক

প্রতিবেদক
satkhirar sakal
মে ১৬, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো : মহানবী হযরত মুহাম্মদ (সা:) সহ আলেম-ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্থানীয়রা এক মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করেছেন। বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম শহীদ (৭৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের জিয়াদ আলী মোল্লার ছেলে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পারুলিয়ার মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে স্থানীয়রা তার বাড়িতে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় ফজলুল হক আমিনী ওই মুক্তিযোদ্ধাকে লাইভে নিয়ে আটকের দাবি জানান।

অন্যথায় বিক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নিলে এবং আইনশৃঙ্খলার অবনতিসহ যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে। এমন হুশিয়ারি উচ্চারণ করে জুম্মাবাদ আশপাশের মসজিদ থেকে বিক্ষোভের ঘোষণার কথা জানানো হয়। এদিকে, অভিযোগের সবটা লাইভে স্বীকার করেননি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।

তবে, বেফাঁস মন্তব্যের জন্য মানসিক অসুস্থতার কথা বলে লাইভ চলাকালে একাধিকবার ক্ষমা চাইতে দেখা গেছে তাকে। এমনকি মুক্তিযোদ্ধার স্ত্রীকেও মুফতি ফজলুল হক আমিনীর কাছে হাতজোড় করে এবং পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখা গেছে। ফজলুল হক আমিনীর লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে আটক করে থানায় নেয় পুলিশ।

বিক্ষুব্ধরা জানান, বৃহস্পতিবার উপজেলার পারুলিয়া বাজারে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য আড়তে বসে শিশু ধর্ষণ নিয়ে আলাপচারিতার একপর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কম বয়সী মা আয়েশা সিদ্দিকীকে বিয়ের বিষয়টি বাজে মন্তব্য করেন শহিদুল ইসলাম। একই সাথে মাওঃ দেলোয়ার হোসেন সাঈদী, মাওঃ আজাহার হোসেনসহ আলেম ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। এসব আলাপচারিতা সেখানে থাকা একজন রেকর্ড করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাস্তির দাবিতে স্থানীয়রা তার বাড়িতে জড়ো হতে শুরু করেন। এবং তাকে গ্রেফতারের দাবি জানায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে আটক করে থানায় নেয়া হয়েছে। ধর্মীয় অবমাননা করায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ঈগল প্রতীককে বিজয়ী কারবে

তালার কুমিরায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ

“কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব” : প্রফেসর আমানুল্লাহ আল হাদী

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ নেই কর্তৃপক্ষের

কালিগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয়

চাইনিজ নিউ ইয়ার উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্নাঢ্য র‌্যালি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা

আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পুলিশের মহড়া

সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে মহান মে দিবস পালিত

আলিপুরে বিভিন্ন স্থানে এমপি রবির পক্ষ থেকে ইফতার বিতরণ