এ.কে. সুরুজ, মুন্সিগঞ্জ প্রতিনিধি : শনিবার ১৭ মে সকাল ৮ টা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও সফল দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বড় সংখ্যায় দায়িত্বশীল ও কর্মীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় পর্যায়ে এতো বৃহৎ পরিসরে আয়োজিত শিবিরটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আবুল হোসেন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি মুন্সিগঞ্জ ইউনিয়ন। পুরো অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন আনিসুর রহমান আনিস, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি মুন্সিগঞ্জ ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্যামনগর উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-০৪ আসন, এবং মাওলানা আব্দুল মজিদ সাহেব, সাবেক আমির, শ্যামনগর উপজেলা ও জেলা ইউনিট সদস্য, সাতক্ষীরা জেলা। এছাড়াও বক্তব্য রাখেন ফজলুর রহমান সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ ইউনিয়ন শাখা, মো. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুন্সিগঞ্জ ইউনিয়ন; আবুল কালাম আজাদ সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ২নং ওয়ার্ড, ফজলুর রহমান,এবং প্রমুখ বহু দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ইসলামী আদর্শে গঠিত সমাজ নির্মাণে দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা অপরিহার্য। কুরআন-হাদীসের আলোকে দায়িত্ব পালন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দিনব্যাপী এ শিবিরে ইসলামিক শিক্ষা, আদর্শিক দিকনির্দেশনা ও সাংগঠনিক করণীয় নিয়ে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।