রবিবার , ১৮ মে ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ক্লাস করার পর আর কোন শিক্ষার্থীকে যেন প্রাইভেট পড়তে না হয় : সভাপতি শেখ সাইফুল বারী সফু

প্রতিবেদক
satkhirar sakal
মে ১৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রবিবার (১৮ মে) বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড় এর সভাপতিত্বে এবং সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায় সংবর্ধনা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্কুলের সভাপতি শেখ সাইফুল বারী সফু বলেন স্কুলে ছাত্রীদের উপস্থিতির দিকে খেয়াল রাখতে হবে প্রত্যেক ছাত্রীর যেন স্কুলে ক্লাস করার পরে আর কোন প্রাইভেট পড়া না লাগে। বাল্যবিবাহ রোধ ১৮ বছরের আগে যেন কোন অভিভাবক তাদের সন্তানদের বিবাহ না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ছাত্রীদের এ বিষয়ে সচেতন করতে হবে।স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম স্কুলের ভিতর দিয়ে ওয়াকওয়ে, একটি মসজিদ নির্মাণ এবং একটি সাইকেল গ্যারেজ তৈরির ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। এর আগে তিনি এ প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন, প্রত্যেক ছাত্রীদের প্রতিদিন স্কুল ড্রেস এবং আইডেন্টিটি কার্ড পরিধান করে স্কুলে আসার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি মোঃ কাওসার আলী, অভিভাবক প্রতিনিধি রুহুল কুদ্দুস।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: নাজমুন নাহার, নিত্যানন্দ সরকার, গৌতম কুমার সরদার, বাসুদেব ঘোষ, মোঃ মুজিবর রহমান, তপন কুমার ঘোষ, কনিকা সরকার, শাহাজান আলম, জি. এম. রায়হানুস সিদ্দিক, সনজিৎ কুমার ঘোষ, রওশনারা খাতুন, মিনারা খাতুন, শ্রাবনী সরকার, মোঃ তুহিন হুদা, মোঃ জিয়াউর রহমান, রঞ্জিতা রানী দাস, প্রমিলা বালা মন্ডল, শান্তি বালা, শেখ আফছার উদ্দীন, শেখ জাহিদুল বারী, এসএম সাইদুজ্জামান প্রমূখ। উল্লেখ্য সমাজসেবক শেখ সাইফুল বারী সফু দীর্ঘদিন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত