কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের মিশন মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ছকিনা পারভীন এর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রধান মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক সেহেলী আহম্মেদ।কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। উক্ত সাধারণ সভায় বলেন” বিগত সভার রেজুলেশন পাঠ এবং অনুমোদন কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে আলোচনা সদস্যদের চাঁদার বিষয়ে আলোচনা সহ প্রকল্প প্রস্তাবনা জমার বিষয়ে আলোচনা মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।