ধুলিহর প্রতিনিধি : ২১ মে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরা কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির অতিথির বক্তব্য ও প্রশ্নোত্তর দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। অনুষ্ঠান পরিচালনা ও আইন বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।
সেমিনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের ওয়ার্ড সদস্য ফারুক হোসেন মিঠু, মো. এনামুল হক খোকন, পুরোহিত দিলীপ হালদার, মুসলিম বিবাহ নিকাহ রেজিস্টার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান। সেমিনারে উপস্থিত ছিলেন জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ ও আব্দুস সালাম, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিদেশে যেতে ইচ্ছুক যুবশ্রেণি ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।