বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে নিরাপত্তা বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
satkhirar sakal
মে ২২, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে “উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নের অংশ হিসেবে একটি নিরাপত্তা বিষয়ক কর্মশালা (Workshop on Safety) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।কর্মশালায় উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শহীদ মামুন, প্রকল্পের সিনিয়র পরামর্শক ও পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ মুহাল্লিল আবতাহী,এলজিইডি’র ইউটিএম আইডিপি-র কর্মকর্তা নাসিফ আহমেদ এবং পরিকল্পনাবিদ মো. স্বরূপ হাসনাইন।

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ।মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কমিউনিটি মোবিলাইজার শেখ সোয়েব উর রহমান ও রাকিবুল হাসান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে একটি সময়োপযোগী মাস্টার প্ল্যান অপরিহার্য। পরিকল্পিত নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতে নিরাপত্তা বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।আয়োজনটি পরিচালনা করে প্রকল্প পরিচালকের দপ্তর, উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) কর্মশালায় অংশগ্রহণকারীরা উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা ও সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত