কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় বুধবার (২১মে) বিকাল ৫টায় নলতা ইয়াং স্টার ক্লাব পূর্নঃ গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোঃ ইয়াকুব আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বা বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আব্দুল গফুর গাজী, নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসরাল, সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানষ চক্রবর্তী, জাফরপুর কাজী আলাউদ্দীন কলেজের প্রভাষক মোঃ আঃ হামিদ, সমাজ সেবক আলহাজ্জ মোঃ রেজাউল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্জ মোঃ আনারুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল জলিল, নুরইসলাম, রমজান আলী, ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর গাজীসহ সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।